গোপালগঞ্জে ভুমিদস্যুদের অত্যাচারে অতিষ্ট আশ্রয়নের বাসিন্দারা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » গোপালগঞ্জে ভুমিদস্যুদের অত্যাচারে অতিষ্ট আশ্রয়নের বাসিন্দারা
শনিবার ● ২২ জুলাই ২০২৩


গোপালগঞ্জে ভুমিদস্যুদের অত্যাচারে অতিষ্ট আশ্রয়নের বাসিন্দারা

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জ সদর উপজেলার সাড়পাড় পশ্চিমপাড়ায় আশ্রায়ন-২ প্রকল্পের সুবিধাভোগীদের ঘরের সামনে সড়কে উঠার জায়গা দখলের জন্য নান ধরণের অত্যাচার করার অভিযোগ পাওয়া গেছে।
গত ১২ জুলাই বুধবার আশ্রয়ন প্রকল্পের ৮জন সুবিধাভোগী গোপালগঞ্জ জেলা প্রসাশকের নিকট একটি লিখিত অভিযোগ করে।
সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের বলাই বিশ্বাসের ছেলে বাবলু বিশ্বাস, বিশ্ব বিশ্বাসের ছেলে  অভিজিত বিশ্বাস, কৃষ্ণ বিশ্বাসের ছেলে  দয়াল বিশ্বাস ও ভগবতি বালার ছেলে  মানিক বালাকে বিবাদী করে একটি অভিযোগ করে ভুক্তভোগীরা।
ভুক্তভোগীরা বলেন, আমাদের ঘরের সামনে থাকা রাস্তায় উঠার জন্য থাকা অতিরিক্ত সরকারী জমি রয়েছে সেই জমি দখলের জন্য আমাদের প্রতি নানা অত্যাচার করে আসছে বিবাদীরা। আমাদের বাড়ি সামনে থাকা আঙ্গিনায় সবজি চাষ করে জিবিকা নির্বাহ করতে গেলে তারা আমাদের মারপিট করেতে আসে। আমাদের রোপনকৃত কলাগাছ কেটে ফেলা ও গাছের ফল জোরপূর্বক কেটে নিয়ে যায়। আমাদের ঘর ছেড়ে চলে যেতে বলছে বিবাদীরা। আমাদের ঘরের সামনে দিয়ে রাস্তায় উঠার জন্য মাটি কেটে রাস্তা করতে গেলে তারা আমাদের মারপিট করে তারিয়ে দেয়। আমাদের আশ্রয়ন-২ ঘরে বসবাস কারা এখন দূলর্ভ হয়ে ইঠেছে। তাদের অত্যাচারে আমরা বসবাস করতে পারছি না।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৫:২৩ ● ১২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ