বামনায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক র‍্যালী ও আলোচনা সভা

প্রথম পাতা » বরগুনা » বামনায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক র‍্যালী ও আলোচনা সভা
মঙ্গলবার ● ৩০ মে ২০২৩


বামনায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক র‍্যালী ও আলোচনা সভা

বামনা(বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

”রুখবো দুর্নীতি গর্ব দেশ, হবে সোনার বাংলাদেশ “ এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে র‍্যালী শেষে বামনা সদর আর-রশিদ ফাযিল ডিগ্রি মাদরাসা মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সদর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা, বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মানজুর রব মুর্তজা আহসান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসাইন জমাদার। এ সময় উপস্থিত ছিলেন বামনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাকির হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ নাসির মোল্লা সহ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং অত্র মাদ্রাসার ছাত্র ছাত্রী ও শিক্ষক/শিক্ষিকা বৃন্দ।
পড়ে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ করা হয়।


এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:২৪:২০ ● ৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ