গলাচিপায় প্রস্তুত ১১৮আশ্রায়ণকেন্দ্র

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় প্রস্তুত ১১৮আশ্রায়ণকেন্দ্র
শনিবার ● ১৩ মে ২০২৩


গলাচিপায় প্রস্তুত ১১৮আশ্রায়ণকেন্দ্র

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় ঘূর্ণিঝড় ‘মোখা’ চলাকালীন ও পরবর্তী সময়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। শুক্রবার (১২ মে) দিনভর রামনাবাদ, আগুণমুখা, বুড়া গৌরঙ্গ, আবাসন, ভেরিবাধের বাহিরের লোকালয়, লঞ্চঘাট, খেয়াঘাট ও ফেরিঘাটে মাইকিং করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। এছাড়াও বিকাল থেকে সিপিপির সদস্যবৃন্দের পক্ষ থেকে শহরের বিভিন্ন পাড়া মহল্লায় মাইকিং করা হয়।
পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর সতর্ক সংকেত দেখানোর পর থেকে উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও সিপিপির সদস্যবৃন্দের কর্মতৎপরতা বৃদ্ধি পেয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস বলেন, উপজেলার ১২ ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১১৮টি আশ্রায়ণকেন্দ্র (সাইক্লোন সেল্টার) প্রস্তুত রাখা হয়েছে। গবাদী পশু-পাখির জন্য ৩টি মুজিব কেল্লাও তৈরি আছে। পাশাপাশি শুকনা খাবার, পানি, স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ কমিটির সদস্যদের নিয়ে ইতিমধ্যে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। ঘূর্ণিঝড় ‘মোখা’র কবল থেকে মানুষকে বাঁচাতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ঘূর্ণিঝড় ‘মোখা’র ক্ষতির পরিমান কমিয়ে আনার জন্য সকলে একসঙ্গে কাজ করার আহবান জানানো হয়। এছাড়া সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে কর্মস্থলে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। গলাচিপা উপজেলার জরুরী নম্বরে জরুরী মুহুর্তে আপনারা ফোন করবেন। জরুরী নম্বরগুলো হলো উপজেলা প্রশাসন- ০১৭৩৩৩৩৪১৫৩, গলাচিপা থানা- ০১৩২০১৫৫২৩৮, গলাচিপা ফায়ার সার্ভিস- ০১৭০৫৬০২৫২০, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- ০১৭৩০৩২৪৪২৮।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪০:৩১ ● ৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ