কাউখালীতে বীর মুক্তিযোদ্ধার রাস্ট্রীয় মর্যাদায় দাফন

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে বীর মুক্তিযোদ্ধার রাস্ট্রীয় মর্যাদায় দাফন
মঙ্গলবার ● ১১ এপ্রিল ২০২৩


কাউখালীতে বীর মুক্তিযোদ্ধার রাস্ট্রীয় মর্যাদায় দাফন

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীর সরকারি বালক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমিনুল ইসলামের পিতা বীর মুক্তিযোদ্ধা শেখ মো.খলিলুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ তিনি অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মঙ্গলবার সকাল ১০টায় কাউখালী কেউন্দিয়া গ্রামে জানাযা শেষে রাস্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
জানাজা নামাজের আগে কাউখালী উপজেলা নিবাহী কর্মকর্তা(ইউএনও) মেহের নিগার সুলতানার উপস্থিতিতে পুলিশের চৌকস দল বীর মুক্তিযোদ্ধ শেখ মো.খলিলুর রহমানকে গার্ড অব অনার প্রদান করেন।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২৩:১১:৪১ ● ২০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ