বামনায় সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার

প্রথম পাতা » বরগুনা » বামনায় সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার
মঙ্গলবার ● ৭ মার্চ ২০২৩


বামনায় সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার

বামনা (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনা উপজেলায় মাদক মামলায় ৭বছরের কারাদন্ডপ্রাপ্ত পালাতক আসামী মোঃ নুরুল ইসলাম জোমাদ্দারকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ মার্চ) সকালে বামনা থানার ওসি বশিরুল আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম মঠবাড়িয়া সিমান্তবর্তি এলাকা থেকে তাকে (নুরুল ইসলাম) গ্রেফতার করেন। ধৃত আসামি নুরুল ইসলাম জোমাদ্দারের গ্রামের বাড়ি উপজেলার পূর্ব লক্ষীপুরা এলাকায়। তার পিতার নাম জয়নাল আবদীন জোমাদ্দার।
পুলিশ সূত্র জানায়, ২০১৮ সালে ২৫৮ পিচ ইয়াবাসহ মোঃ নুরুল ইসলাম জোমাদ্দার গ্রেফতার হলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত ১১৪/১৮ মামলায় আদালতে সোপর্দ করা হয়। মামলার বিচারে আসামী মোঃ নুরুল ইসলাম জোমাদ্দারকে ৭ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬মাসের করাদন্ড প্রদান করের বিজ্ঞ আদালত।


এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:২৬:০৩ ● ৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ