ছাতকে অগ্নিকান্ডে ৩০লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ছাতকে অগ্নিকান্ডে ৩০লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি
বৃহস্পতিবার ● ১২ জানুয়ারী ২০২৩


ছাতকে অগ্নিকান্ডে ৩০লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি

ছাতক(সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউপির পালপুর গ্রামের দক্ষিণ হাটিতে অগ্নিকাণ্ডে ৬ টি বসত ঘর ভস্মীভূত হয়েছে। বুধবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রামের মরহুম সমুজ আলীর পুত্র আহমদ আলী, মামদ আলী, আছমত আলী, হুসমত আলী, রুসমত আলী ও আজর আলীর বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। গ্রামের লোকজন চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেননি তবে তারা কিছু মালামাল রক্ষা করতে পেরেছেন। আগুনে পুড়ে কাঁচাঘরসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন ও স্থানীয়রা জানিয়েছেন।

জানাযায়, বুধবার রাত ১০ টার দিকে বাড়ির একটি বসতঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে।মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশ-পাশের বসত ঘরগুলোতে। স্থানীয়রা ধারণা করেছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দূর্ঘনাটি ঘটেছে। ছাতক ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছার আগেই ঘর পুড়ে ছাই হয়ে যায়। রাতেই ছাতক থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।


এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ২২:৫৯:৩১ ● ১২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ