উপজেলা নির্বাচন আমতলীতে নৌকা মার্কা প্রার্থী জিএম দেলওয়ারকে গণসংবর্ধনা

প্রথম পাতা » সর্বশেষ » উপজেলা নির্বাচন আমতলীতে নৌকা মার্কা প্রার্থী জিএম দেলওয়ারকে গণসংবর্ধনা
সোমবার ● ৪ মার্চ ২০১৯


---

আমতলী সাগরকন্যা প্রতিনিধি॥
বরগুনার আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী জিএম দেলওয়ার হোসেনকে গণসংবর্ধনা দিয়েছে জনতা। সোমবার উপজেলার শাখারিয়া নামক স্থানে হাজার হাজার জনতা এ গণ সংবর্ধনায় অংশগ্রহন করেছেন।
পরে আমতলী পৌর শহরের আবদুল্লাহ সুপার মার্কেটে জিএম দেলওয়ার হোসেনকে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগ সভাপতি ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদিকা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মাকসুদা আকতার জোসনা, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, এ্যাড. নুরুল ইসলাম, আখতারুজ্জামান বাদল খান, শহীদুল ইসলাম মৃধা, মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, একে এম নুরুল হক তালুকদার, আবুল বাশার বাদশা তালুকদার, যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান, কৃষক লীগ সভাপতি আবদুস সোবাহান খাঁন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম শাহজাদা আকন, মোঃ আলমগীর হোসেন, উপজেলা দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফকির, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম, চাওড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আহুরুজ্জামান আলমাস খাঁন, কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান, মোঃ মঞ্জুরুল ইসলাম সেলিম , মোঃ রিয়াজ উদ্দিন মৃধা, মোঃ মোয়াজ্জেম হোসেন ফরহাদ, মোঃ আবুল বাশার রুমি, মোঃ সামসুল হক চৌকিদার, মোঃ কালু মিয়া, জিএম মুছা, মহিলা কাউন্সিলর মোসাঃ লিপি বিশ্বাস, মোসাঃ ফরিদা ইয়াসমিন ও মোসাঃ মাকসুদা আকতার প্রমুখ। এছাড়া এ সংবর্ধনায় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মুক্তিযোদ্ধা লীগ ও শ্রমিক লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গণ সংবর্ধনায় আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী জিএম দেলওয়ার  হোসেন বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জেবিত হয়ে  দীর্ঘ ৫৭ বছর আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন ও বিএনপি-জামায়াতের দুঃশাসনের সময় সাহসিকতার সাথে দল পরিচালনা করেছি। কখনো নিজেকে স্বার্থের কাছে বিকিয়ে দেয়নি। তারই স্বীকৃতি স্বরূপ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা মানবতার মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী দেয়া দায়িত্ব পুঙ্খানুপুঙ্খনুভাবে পালন করবো এবং  জনগনের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। জনতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি আরো বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন। আমি কথা দিলাম আমতলী উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত মডেল উপজেলায় রুপান্তিত করবো। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তা কখনো ভোলার নয়। আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:৫৭ ● ৩৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ