কলাপাড়ায় তিন বর্গাচাষীর তরমুজ গাছ উপড়ে ফেলেছে দুর্বত্তরা

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় তিন বর্গাচাষীর তরমুজ গাছ উপড়ে ফেলেছে দুর্বত্তরা
বৃহস্পতিবার ● ৩১ মার্চ ২০২২


কলাপাড়ায় তিন বর্গাচাষীর তরমুজ গাছ উপড়ে ফেলেছে দুর্বত্তরা

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়ায় তিন বর্গা চাষির দুই হাজার তরমুজ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে ধানখালী ইউনিয়নের পাচজুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই তিন কৃষকের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকরা হলো দুদা হাওলাদার, রুবেল ও ইদ্রিস। বর্তমানে তারা দিশেহারা হয়ে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর ধরে রাজু হাওলাদার গং ও শাহালম মৃধা গংদের মধ্যে ৩ একর জমি নিয়ে মামলা চলে আসছে। রাজু হাওলাদারের কাছ থেকে নেয়া বর্গা চাষকৃত ওই জমির সকল গাছেই ফল ধরেছিলো। এ কান্ড শাহালম মৃধার নেতৃত্বে হয়েছে বলে দাবি বর্গা চাষীদের। এ দিকে শাহালম মৃধার মামলায় রাজু হাওলাদারসহ ৮ জন বর্তমানে জেল হাজতে রয়েছেন।
কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা এমআর সাইফুল্লাহ জানান, ঘটনাস্থলে মাঠ কর্মীদের পাঠানো হয়েছে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪০:১৫ ● ১৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ