মহিপুর আন্ত: ইউনিয়ন ফুটবল টূর্ণামেন্ট-২০২১ উদ্বোধন

প্রথম পাতা » খেলা » মহিপুর আন্ত: ইউনিয়ন ফুটবল টূর্ণামেন্ট-২০২১ উদ্বোধন
সোমবার ● ১১ অক্টোবর ২০২১


---

মহিপুর সাগরকন্যা প্রতিনিধি॥

কলাপাড়ার মহিপুরে আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২১ শুরু হয়েছে। সোমবার বিকেল সাড়ে চারটায় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন হয়। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মহিপুর ইউপির প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো: আবুল খায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টূর্ণামেন্টে কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বুলেট আকন, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, মহিপুর প্রেসক্লাব সভাপতি মো: মনিরুল ইসলাম প্রমুখ।

১০টি দলের অংশগ্রহণে টূর্ণামেন্টের উদ্বোধনী খেলায় মহিপুর সদর একাদশ লতিফপুর একাদশকে ১/০ গোলে হারিয়েছে। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মহিপুর সদর একাদশের গোলরক্ষক মাইনুল ইসলাম।

এসময় ওসি খন্দকার মো: আবুল খায়ের বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে মহিপুর থানার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২১:৫৯:৩২ ● ১২৭২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ