কলাপাড়া হাসপাতালে রোগীদের মাঝে বিএনপির খাবার বিতরণ

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়া হাসপাতালে রোগীদের মাঝে বিএনপির খাবার বিতরণ
রবিবার ● ১৩ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক রোগীর মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেছে বিএনপি। রোববার দুপুরে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষ থেকে এ খাবার বিতরণ করা হয়।

 

উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাজী সাইফুল ইসলাম মিথুনের সহযোগিতায় খাবার বিতরণে অংশ নেন উপজেলা মহিলা দল ও পৌর শ্রমিক দলের নেতারা।

 

খাবার বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান, মহিলা দলের মানবিক সম্পাদক মরিয়ম আক্তার ও সদস্য মনি বেগম।

 

পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান বলেন, তারেক রহমানের নেতৃত্বে সাম্য ও মানবতার বিএনপি গড়ার লক্ষ্যে আমরা এ কার্যক্রম হাতে নিয়েছি। এর আগেও আম ও কাঁঠাল বিতরণ করেছি। এ কার্যক্রম চলমান থাকবে।

 

মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি বলেন, হাসপাতালে অনেক অসহায় রোগী আছেন, যারা ভালো খাবার কিনে খেতে পারেন না। তাই পুষ্টিকর খাবার পৌঁছে দিচ্ছি তাদের কাছে। এ মানবিক সহায়তা আমরা নিয়মিত চালিয়ে যাব।

 

হাসপাতালে ভর্তি রোগীরা খাবার পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৭:০৫:২৯ ● ৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ