বঙ্গোপসাগরে লঘুচাপ পায়রা সমুদ্র বন্দরে তিন সম্বর সতর্ক সংকেত

প্রথম পাতা » আবহাওয়া » বঙ্গোপসাগরে লঘুচাপ পায়রা সমুদ্র বন্দরে তিন সম্বর সতর্ক সংকেত
রবিবার ● ১২ সেপ্টেম্বর ২০২১


 

প্রতীকী ছবি

সাগরকন্যা ডেস্ক॥

মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ বৃদ্ধি পেয়েছে। গতকাল (শনিবার) বিকাল থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। নদ নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়ে নি¤œাঞ্চলের বেশ কিছু জায়গা প্লাবিত হয়েছে। এদিকে উপূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ইতিমধ্যে অধিকাংশ ট্রলার সমূহ আলীপুর মহিপুর মৎস্য বন্দরের পোতাশ্রয় শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে।

 

বাংলাদেশ সময়: ২০:৪৮:০৩ ● ৬৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ