
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় ভাগ্নের বিয়েতে বরযাত্রী হিসেবে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যুর এক সপ্তাহের ব্যবধানে বাবারও মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন- কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়ন পরিষদের দফাদার শাহজালাল হাওলাদার (৪৭) এবং তাঁর পিতা হায়দার আলী (৭০)। গত শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের উমেদপুর কালভার্ট সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহজালাল হাওলাদার তাঁর পিতা হায়দার আলীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রাম থেকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে ভাগ্নের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথে উমেদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেলে পিতা-পুত্র দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহজালাল হাওলাদারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তাঁর পিতা হায়দার আলীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)-এ পাঠানো হয়।
চিকিৎসাধীন অবস্থায় এক সপ্তাহ ধরে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করার পর গতকাল শুক্রবার হায়দার আলীও মারা যান।
এদিকে, দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্য নিহত হলেও বাস কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত নিহতদের পরিবারকে কোনো ধরনের আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, বিষয়টি পুলিশের জানা আছে। তবে এখন পর্যন্ত নিহতদের পরিবার কোনো মামলা দায়ের করেনি। পরিবার চাইলে মামলা করতে পারে। মামলা দায়ের করা হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।