এক মাস পর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু

হোম পেজ » পায়রা বন্দর » এক মাস পর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু
শনিবার ● ৩১ জানুয়ারী ২০২৬


 

এক মাস পর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট (৬৬০ মেগাওয়াট) থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো।

 

তিনি জানান, শুক্রবার বিকেলে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পর প্রথম ইউনিটটি চালু করা হয়। এর আগে গত ০১ জানুয়ারি থেকে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিট থেকেই মোট ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪:১৫:৩৬ ● ৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ