কুয়াকাটা সৈকতে অল্পের জন্য প্রাণরক্ষা পর্যটকদের

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটা সৈকতে অল্পের জন্য প্রাণরক্ষা পর্যটকদের
শুক্রবার ● ১০ সেপ্টেম্বর ২০২১


 

সৈকতের জিরো পয়েন্টে ঝুলে আছে বাস।

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

কুয়াকাটায় বাসের ব্রেক ফেল করে সৈকতে নেমে পড়ার সময় একটি মোটরসাইকেল চাকায় পিষ্ট হয়েছে। এসময় জিরো পয়েন্টে দাঁড়িয়ে থাকা পর্যটকরা দৌড়ে কোনমতে প্রাণ বাঁচাতে সক্ষম হয়। শুক্রবার সকালে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও ট্যুরিস্ট পুলিশ জানায়, কুয়াকাটা-পটুয়াখালী রুটে চলাচলকারী তিসা পরিবহন (বরিশাল জ -১১-০০৬৯) পটুয়াখালী ছেড়ে যাবার উদ্দেশ্যে কুয়াকাটা চৌরাস্তার অস্থায়ী বাসস্ট্যান্ডে মোড় নিচ্ছিল। এসময় ব্রেক ফেল করে চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বাসটি। পরে সৈকতের কাছাকাছি গিয়ে কোনমতে বাসটি দাঁড়ায়। ততক্ষণে সেখানে পার্কিং করে রাখা একটি মোটরসাইকেল চাকার নিচে পড়ে ভেঙ্গে চুরমার হয়েছে। ট্যুরিস্ট পুলিশ বক্সের সামনের এ ঘটনা তাৎক্ষণিক প্রত্যক্ষ করেন পুলিশসহ আগত পর্যটকরা। চাপাপড়া মোটর সাইকেলে খুলনা থেকে পর্যটক সুমন এবং পারভেজ উদ্দিন শুক্রবার সকালে কুয়াকাটায় পৌঁছেন। পারভেজ জানান, তারা দু’জনে কুয়াকাটা জিরো পয়েন্টে বাইকটি পার্কিং করে হেলমেট খুলছিলেন। এরই মধ্যে বাসটি দ্রুতবেগে তাঁদের দিকে ধেয়ে এলে মোটরসাইকেল রেখেই পাশে দৌঁড়ে আত্মরক্ষার চেষ্টা করেন। শুক্রবার দুপুরে বাসটি উদ্ধার করা হয়েছে। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

বাংলাদেশ সময়: ২১:২২:১৩ ● ৩২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ