বরগুনা-৩ আসনের সাবেক এমপি মতিউর রহমান তালুকদার মারা গেছেন

হোম পেজ » লিড নিউজ » বরগুনা-৩ আসনের সাবেক এমপি মতিউর রহমান তালুকদার মারা গেছেন
সোমবার ● ১৭ নভেম্বর ২০২৫


বরগুনা-৩ আসনের সাবেক এমপি মতিউর রহমান তালুকদার মারা গেছেন

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনা-৩ আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মতিউর রহমান তালুকদার আর নেই। সোমবার (১৭ নভেম্বর) রাত ৭টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর। বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ূন হাসান শাহীন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক ও দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন মতিউর রহমান তালুকদার। সোমবার সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মতিউর রহমান তালুকদারের রাজনৈতিক জীবনের সূচনা আলোচনায় আসে ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে। সে বছর জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তৎকালীন বরগুনা-৩ (আমতলী-তালতলী) আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালের নির্বাচনে তিনি অল্প ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী মজিবুর রহমান তালুকদারের কাছে পরাজিত হন।

২০০১ সালের নির্বাচনে প্রচারণাকালে আওয়ামী লীগ প্রার্থী মজিবুর রহমান তালুকদার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে বরগুনা-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রার্থী হন। তিনটি আসনে জয়ী হওয়ায় আসনটি শূন্য হলে অনুষ্ঠিত উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়ে বিপুল ভোটে জয়ী হন মতিউর রহমান তালুকদার। এতে তিনি দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

মৃত্যু বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ূন হাসান শাহীন বলেন, মতিউর রহমান বরগুনার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি দলের একজন শ্রদ্ধাভাজন নেতা ছিলেন। তার মৃত্যুকে বিএনপি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন তিনি।

রাজনীতিতে দীর্ঘ সক্রিয় এই নেতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৮:৫৫ ● ৮০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ