ছাতকে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা

প্রথম পাতা » মুক্তিযুদ্ধ » ছাতকে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা
শনিবার ● ২৮ আগস্ট ২০২১


ছাতকে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা

ছাতক (সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

সুনামগঞ্জের ছাতকে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নতুন কমিটি গঠন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার নোয়ারাই এলাকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলকাছ আলীর বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামীতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড পরিচালনা করার জন্য কমান্ডার হিসেবে আনোয়ার রহমান তোতা মিয়াকে সমর্থন দেয়া হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা কবির মিয়ার সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলকাছ আলী ও কুতুব উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংগঠনিক কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা রজব উদ্দিন, আব্দুল কাইয়ূম, রজব আলী, ময়না মিয়া, মকবুল আলী, তালেব আলী, আব্দুর নূর, ইন্তাজ আলী, আজব আলী, আব্দুল খালিক, লাল মিয়া, ফকির খাঁ, শাহজাহান মিয়া, জমির উদ্দিন, ছয়ফুল্লাহ, ফজল করিম, আশু নাগ, আঙ্গুর মিয়া, নূরুল হক, সমছুল হক, ওয়াহাব আলী, ইনছান আলী, আব্দুল হাসিম, নূরুল ইসলাম, সিদ্দেক আলী, আরজদ আলী, সাজিদ আলী, হাজী চেরাগ আলী, শুকুর আলী, নূরুল ইসলাম, নূর উদ্দিন, আব্দুন নূর, জাহির আলী, সুনুর আলী, হাসান আলী প্রমুখ।

সভায় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে দায়িত্বরত ইউনিয়ন কমান্ডারদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়।


এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ২০:১১:০১ ● ৭৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ