বাবুগঞ্জে গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মোনাজাত

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মোনাজাত
শনিবার ● ২১ আগস্ট ২০২১


 

---

আল-আমিন, বাবুগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বাবুগঞ্জে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপনের সভাপতিত্ব এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মহাঃ আক্তার উজ জামান মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান হাওলাদার,সহ সভাপতি আঃ মতিন রাঢ়ী, বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন, ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ আজাহার, সহ দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম পিন্টু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ মফিজুল ইসলাম পিন্টু, মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান স্বপন, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিন শুভ, কেদারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, ছাত্রলীগ নেতা মোঃ ওবায়দুল হক জুয়েল, মোঃ ইয়াসির আরাফাত, প্রসেনজিৎ দাস অপু প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের আজকের ঐদিনে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদপোষ্টে গ্রেনেড হামলা চালানো হয়। কিন্তু ঐদিন প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লর রহমানের সহধর্মিনী মহিলা আওয়ামীলীগের তৎকালীন সাধারন সম্পাদক বেগম আইভি রহমান মুলাদীর সন্তান সেন্টুসহ ২৪জনকে জীবন দিতে হয়েছিল। অবিলম্বে এই ভয়াবহ গ্রেনেড হামলার সাথে জড়িত সকল অপরাধিকে আইনের আওতায় এনে কঠোর শান্তি প্রদানের জন্য সরকারের নিকট জোর দাবী জানান। পরে ২১ শে আগষ্টের গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

 

বাংলাদেশ সময়: ১৪:৩৮:১৬ ● ২৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ