নেছারাবাদের দশ ইউনিয়নে গণটিকা শুরু

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদের দশ ইউনিয়নে গণটিকা শুরু
শনিবার ● ৭ আগস্ট ২০২১


নেছারাবাদে দশ ইউনিয়নের গণটিকা

নেছারাবাদ সাগরকন্যা প্রতিনিধি॥
পিরোজপুরের নেছারাবাদে করোনা ভাইরাস প্রতিরোধক গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। ৭ আগস্ট (শনিবার) সকাল থেকে উপজেলার ১০টি  ইউনিয়নে ওই কার্যক্রম শুরু হয়েছে। বৈরি আবহাওয়ার মধ্যেও প্রতিটি কেন্দ্রে টিকা নেওয়ার জন্য নারী পুরুষ উপস্থিতি ছিল লক্ষনীয়। নেছারাবাদ উপজেলার ১০টি ইউনিয়নে মোট ৬ হাজার ব্যাক্তিকে টিকা দেওয়া হবে। সকালে স্বরূপকাঠি সদর ইউনিয়ন পরিষদে ও মাহামুদকাঠি ইছাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে আটঘর কুড়িয়ানা ইউনিয়নে কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মো. মোশারেফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজী, ওসি আবীর মোহাম্মদ হোসেন স্বরূপকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন, আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হালদার প্রমুখ। এছাড়াও উপজেলার অন্যান্য ইউপি কেন্দ্রগুলোতে টিকাদান কার্যক্রম প্রশাসনের কর্মকর্তাগন ও ইউপি চেয়ারম্যানগণ সবগুলো ইউনিয়নে কার্যক্রম মনিটর করেন।

বাংলাদেশ সময়: ২০:০৩:৩৬ ● ৬৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ