কলাপাড়ায় কব্জি কাটার মামলায় আরও একজন গ্রেফতার

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় কব্জি কাটার মামলায় আরও একজন গ্রেফতার
শনিবার ● ৩১ জুলাই ২০২১


কলাপাড়ায় কব্জি কাটার মামলায় আরও একজন গ্রেফতার

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের কব্জি কেটে দেয়ার মামলায় মোঃ রুবেল সিকদার(৩৯) নামের আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যার আগে কলাপাড়া থানা পুলিশ আমতলী উপজেলার আমতলী ইউনিয়নের পূঁজাখোলা গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করেছে। এনিয়ে মোট চারজনকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রুবেল রাকিবুলের কব্জি কেটে দেয়ার মামলার আসামি। রুবেল সিকদারের স্বীকারোক্তি অনুসারে মেলপাড়া গ্রামে তাঁর মাছের ঘের থেকে তিনটি ছোরা ও একটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, রুবেল সিকদার এলাকায় ভূমি দস্যুতা, জমির জাল-জালিয়াতিসহ অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। রহস্যজনক উপায়ে রুবেল বিপুল পরিমান বিত্তবৈভবের মালিক বনে গেছে।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আশাদুর রহমান জানান, রাকিবুলকে কুপিয়ে জখমসহ হাত কেটে দেয়ার ঘটনার পর রুবেল পাশের আমতলী উপজেলার পূঁজাখোলা গ্রামে আত্মগোপন করেছিল। রুবেলের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন করে একটি মামলা করা হবে বলেও জানান এ কর্মকর্তা।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৩:৪৬ ● ৩৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ