আমতলীতে করোনায় আক্রান্তের হার ৫৬

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে করোনায় আক্রান্তের হার ৫৬
মঙ্গলবার ● ৬ জুলাই ২০২১


আমতলীতে করোনায় আক্রান্তের হার ৫৬

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

প্রাণঘাতী করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় আমতলী উপজেলায় ৫৬.৫২% মানুষ আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) ২৩ জনের নুমনা পরীক্ষায় ১৩ জন আক্রান্ত হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ আক্রান্ত রোগীদের বাড়ীর আইসোলেশনে রেখেই যথাযথ চিকিৎসা দিচ্ছেন।
জানাগেছে, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মঙ্গলবার সকালে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ জন রোগী নমুনা দেয়। ওই ২৩ জনের নমুনা পরীক্ষায় ১৩ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন। শতকরা হিসেবে করোনায় আক্রান্ত ৫৬.৫২%। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জিন এক্সপার্ট মেশিনে এ পরীক্ষা করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা আক্রান্ত রোগীদের বাড়ীর আইসোলেশনে রেখেই যথাযথ চিকিৎসা দিচ্ছেন বলে জানান স্বাস্থ্য বিভাগ।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কেএম তানজিরুল ইসলাম বলেন, আক্রান্ত রোগীদের বাড়ীর আইসোলেশনে রেখেই মুঠোফোনে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল মোনায়েম সাদ বলেন, ২৩ জনের নমুনা পরীক্ষায় ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২১:২০:৩৪ ● ১১৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ