গলাচিপায় উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেয়ার আহবান

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেয়ার আহবান
শনিবার ● ১৯ জুন ২০২১


গলাচিপায় উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেয়ার আহবান

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় ৪টি ইউনিয়নে (আমখোলা, গোলখালী, চিকনিকান্দী ও রতনদী তালতলী) ২১ জুন (সোমবার) দিনভর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কার প্রার্থীদের পক্ষে জনগণকে ভোট দেয়ার আহবান জানান উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ।
চিকনিকান্দী ইউনিয়ন নির্বাচনি পথসভায় এ আহবান জানান তিনি। গণসংযোগকালে পথসভায় জনগণের উদ্দেশে উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ বলেন, ‘দেশকে সামনে নিয়ে যেতে চাইলে ২১ তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন।’ চিকনিকান্দী ইউনিয়ন নির্বাচন উপলক্ষে শনিবার (১৯ জুন) দিনভর ইউনিয়নের চিকনিকান্দী বাজার, মাঝগ্রাম, সূতাবাড়িয়া, কোটখালী, কচুয়া প্রভৃতি এলাকায় নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচনি প্রচারণায় নৌকার প্রার্থী সাজ্জাদ হোসেন রিয়াদ লোকজনের উদ্দেশে বলেন, ‘সকাল থেকেই আপনারা ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা মার্কায় ভোট দেবেন। কেননা নৌকা মার্কা জিতলেই আমাদের জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অংশীদার আমরাও হতে পারব। চিকনিকান্দী ইউনিয়নে  নতুন নতুন রাস্তা, নতুন নতুন স্কুল বিল্ডিং, বড় বড় ব্রিজ আর কালভার্ট, হত দরিদ্র গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার ঘর দেওয়া হচ্ছে, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা শতভাগ করা হয়েছে। এ উন্নয়নকে আরো গতিশীল করতে আপনার নৌকা মার্কায় ভোট দিন।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৫:৩৬ ● ৯২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ