কুয়াকাটায় বিশ্ব সমুদ্র দিবস পালন

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় বিশ্ব সমুদ্র দিবস পালন
মঙ্গলবার ● ৮ জুন ২০২১


কুয়াকাটায় বিশ্ব সমুদ্র দিবস পালন

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষ্যে কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। ওয়ার্ল্ড ফিস বাংলাদেশ নামের একটি বেসরকারী সংস্থার উদ্যোগে মঙ্গলবার (৮ জুন) বেলা ১১টায় সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে কুয়াকাটা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রথমে পরিচ্ছন্নতায় সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্বদিকের ঝাউবন এলাকা এবং পশ্চিমের শুটকি পল্লী পর্যন্ত অন্তত দুই কিঃমিঃ এলাকার সকল অপচনশীল বর্জ্য অপসারণ করা হয়। পরে কুয়াকাটা প্রেসক্লাবে প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে বিশ^ সমুদ্র দিবসের তাৎপর্য উল্লেখ করে একটি আলোচনা সভা করা হয়। এসময় বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক মোঃ মিজানুর রহমান, ওয়ার্ল্ড ফিস এর পটুয়াখালী জেলায় কর্মরত ইকোফিস-২ প্রকল্পের সহযোগী গবেষক মোঃ জামাল উদ্দিন ও সহকারী গবেষক সাগরিকা স্মৃতি, টোয়াক এর প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার ও সেক্রেটারী মোঃ আনোয়ার  হোসেন আনু প্রমুখ। বক্তারা সমুদ্রের পনিদূষণ রোধে এবং সমুদ্রর জীববৈচিত্র রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এনইউবি/এমআর

বাংলাদেশ সময়: ০:১৪:১৮ ● ৩৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ