তারেক রহমানকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে: আইনমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » তারেক রহমানকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে: আইনমন্ত্রী
শুক্রবার ● ১৮ জানুয়ারী ২০১৯


আইনমন্ত্রী
সাগরকন্যা ডেস্ক ॥
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘খুনি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে।’ শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা চত্বরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন।

ড. কামাল হোসেনের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘তিনি প্রেস কাবে বসে সাংবাদিক সম্মেলন করেন। আর খবরের কাগজের শিরোনাম হন। অথচ জনগণের কাছে আসেন না। শেষ পর্যন্ত তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করলেন। মতায় যাওয়ার আগেই সাংবাদিক ভাইদের বললেন খামোশ। পুলিশকে গালি দিলেন। কাকে কী বলবেন বুঝে উঠতে পারেননি। জনগণ যখন তাদেরকে ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করলেন তখন তিনি বললেন জামায়াতকে নিয়ে নির্বাচন করা আমার ভুল হয়েছে।’

আগামী ৬ ফেব্রুয়ারী ঐক্যফ্রন্টের রাজনৈতিক সংলাপ সম্পর্কে মন্ত্রী বলেন, ‘যাদেরকে জনগণ ভোট দেয় নাই তারা কার সঙ্গে সংলাপ করবেন? যারা জনগণকে মানুষ বলে মনে করে না, যারা সোফায় বসে যা খুশি তাই করবে আর জনগণ মেনে নেবে তা হবে না। তাদেরকে আর সেই সুযোগ দেওয়া হবে না।’

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম ভূইয়া, আবুল কাসেম ভূইয়া, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুরাদ হোসেন ভূইয়াসহ অনেকে।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৭:১৮:২৫ ● ৫৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ