গলাচিপায় প্রস্তাবিত ব্রিজের স্থান পরিদর্শনে এমপি শাহজাদা

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় প্রস্তাবিত ব্রিজের স্থান পরিদর্শনে এমপি শাহজাদা
বুধবার ● ২৭ জানুয়ারী ২০২১


গলাচিপায় প্রস্তাবিত ব্রিজের স্থান পরিদর্শনে এমপি শাহজাদা

গলাচিপা (পটুয়াখালী)সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় রামনাবাদ নদীর উপরে প্রস্তাবিত ব্রিজের জায়গা পরিদর্শন করেছেন পটুয়াখালী-৩ (গলাচিপা- দশমিনা) আসনের সংসদ সদস্য এস.এম শাহজাদা (এমপি)।
বুধবার (২৭ জানুয়ারী) দুপুরে তিনি সরেজমিন ব্রিজের স্থান পরিদর্শন করে স্থানীয়দের সাথে কথা বলেন এবং দ্রুত সময়ের মধ্যে ব্রীজের জায়গা নির্ধারণ করে অতি স্বল্প সময়ের মধ্যে ব্রিজের কাজ শুরু করবে বলে আশ্বাস দেন। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ। উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মোঃ মজিবর রহমান, আওয়ামীলীগ নেতা মাইনুল ইসলাম রনো, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাত আহমেদ মাসুদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসাইন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ নেতা মোঃ মামুন আজাদ, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আলমগীর হোসাইন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরীফ আহম্মেদ আসিফ, সাধারন সম্পাদক মোঃ জাহিদ হোসেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ ইব্রাহিম দফাদার, গোলখালী ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, গোলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ খালেক মিয়া, সাধারন সম্পাদ আঃ হালিম হাওলাদার, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ নুরআলম জিকো প্রমুখ।
এ সময় দুইপাড়ের হাজার হাজার জনতা উপস্থিত ছিলেন। এমপি শাহাজাদা বলেন, রামনাবাদ নদীর উপর ব্রিজটি হয়ে গেলে গলাচিপা, দশমিনা ও রাঙ্গাবালীর মানুষ অল্প সময়ে জেলা থেকে শুরু করে রাজধানীতে পৌছাতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ থেকে তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২২:২১:১৪ ● ৩৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ