বরিশালে অপহরণের একমাস পর ২ মেয়েসহ গৃহবধূ উদ্ধার

প্রথম পাতা » বরিশাল » বরিশালে অপহরণের একমাস পর ২ মেয়েসহ গৃহবধূ উদ্ধার
বুধবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৯


ফাইল ছবি
বরিশাল সাগরকন্যা অফিস ॥
স্কুল পড়ুয়া দুই মেয়েসহ জেলার আগৈলঝাড়া উপজেলার ছোট বাশাইল গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রীকে অপহরণের প্রায় একমাস পর পটুয়াখালী জেলা শহরের একটি বাসা থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ।

থানার ওসি মো. আফজাল হোসেন জানান, ওই গ্রামের সৌদি প্রবাসী আমিনুল ইসলামের স্ত্রী রুবিনা বেগমকে (৩০) তার স্কুল পড়–য়া দুই মেয়েসহ গত ১৪ জানুয়ারি রাতে অপহরণ করা হয়। ওই ঘটনায় অপহৃতার ভাবী আকলিমা বেগম বাদী হয়ে ১৭ জানুয়ারি থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে প্রযুক্তির মাধ্যমে থানা পুলিশ পটুয়াখালী শহরের কলাতলা এলাকার মাহাতাব হোসাইনের পুত্র এবিএম জাহিদ হোসাইনের ভাড়া বাসা থেকে প্রায় একমাস পর মঙ্গলবার রাতে অপহৃতা রুবিনা ও তার দুই কন্যা আনিকা আক্তার (১৩) ও উর্মি আক্তারকে (১০) উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী আগৈলঝাড়া উপজেলার পশ্চিম গোয়াইল গ্রামের তোফাজ্জেল হোসেন বিশ্বাসের পুত্র সরোয়ার বিশ্বাস পালিয়ে যায়। ওই মামলার অপর আসামি ছোট বাশাইল গ্রামের সুজন মৃধা গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে। বুধবার অপহৃতাদের ডাক্তারী পরীক্ষা ও আদালতে জবানবন্দি প্রদানের জন্য বরিশালে প্রেরণ করা হয়েছে।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৬:৩৫:২৫ ● ৫৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ