রাঙ্গাবালীতে প্রশাসনের মানববন্ধন

প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে প্রশাসনের মানববন্ধন
শনিবার ● ১২ ডিসেম্বর ২০২০


রাঙ্গাবালীতে প্রশাসনের মানববন্ধন

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥


বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় ঘন্টাব্যাপী উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে এ আয়োজন করা হয়।
‘জাতির পিতার সম্মান রাখবো অম্লান’ স্লোগানে প্রশাসনের আয়োজিত এই কর্মসূচিতে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণী পেশা মানুষ অংশ নেয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান, রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা গোলাম সগীর ও কামাল হোসাইন প্রমুখ।
এ সময় কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণীয় করে রাখতে এবং তার সম্পর্কে জানানোর জন্য দেশের বিভিন্ন স্থানে নির্মিত হচ্ছে ভাস্কর্য ও ম্যুরাল। বঙ্গবন্ধুর ম্যুরাল ও ভাস্কর্য এদেশের মানুষের শ্রদ্ধা, আবেগ ও ভালবাসার প্রতীক।  তাই এনিয়ে ষড়যন্ত্রকারীদের জাতি ক্ষমা করবে না।

কেএউচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩১:৪৫ ● ৩১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ