কাউখালীতে বীর মুক্তিযোদ্ধা এনায়েত’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে বীর মুক্তিযোদ্ধা এনায়েত’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২০


 কাউখালীতে বীর মুক্তিযোদ্ধা এনায়েত’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীর কেউন্দিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা মো.এনায়েত হোসেন তালুকদার (৬৮) মঙ্গলবার(৩নভেম্বর) সকালে ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহে—–রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মঙ্গলবার বিকেলে কাউখালীর কেউন্দিয়া পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন বীরমুক্তিযোদ্ধা মো. এনায়েত হোসেন তালুকদার।
আছরবাদ কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এর আগে বীর মুক্তিযোদ্ধা  এনায়েত হোসেনকে গার্ড অব অনার দেওয়া হয়। এসময় রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা.খালেদা খাতুন রেখা। এছাড়া আরও উপস্থিত ছিলেন কাউখালী থানা পুলিশের একটি চৌকস দল ।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:২৮:২২ ● ৩৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ