বাবুগঞ্জে ইলিশ শিকারের দায়ে ৫জেলের জেল-জরিমানা

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে ইলিশ শিকারের দায়ে ৫জেলের জেল-জরিমানা
শনিবার ● ১৭ অক্টোবর ২০২০


বাবুগঞ্জে ইলিশ শিকারের দায়ে ৫জেলের জেল-জরিমানা

বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের বাবুগঞ্জে ‘মা’ ইলিশ রক্ষা অভিযানে ইলিশ শিকারের অপরাধে আটক ৫ জনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় আটককৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমীনুল ইসলাম’র ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ৪জনকে এক মাসের কারাদন্ড ও ১জনকে ১৫হাজার টাকা অর্থদন্ড করা হয়।
কারাদন্ড প্রাপ্তরা হলেন মোঃ হারুন অর রশিদ(৩০) মোঃ মিরাজ রাঢ়ী(২৬) মোঃ রাসেল হাওলাদার(৩২) মোঃ আজিজুল হক(২৬) ও মোঃ মামুন রাঢ়ীকে ১৫ হাজার টাকা অর্থ দন্ড দেওয়া হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সায়েদুজ্জামানের নেতৃত্বে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত আড়িয়াল খাঁ, সুগন্ধ্যা, সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় প্রায় ৭০০মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

এএ/এমআর

বাংলাদেশ সময়: ১৪:০৭:২৮ ● ৩১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ