বাবুগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
রবিবার ● ৪ অক্টোবর ২০২০


বাবুগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের বাবুগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃক আয়োজনে আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।

বরিশাল স্বাস্থ্য পরিচালক ড. বাসুদেব কুমার দাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বরিশাল পরিবার পরিকল্পনা (যুগ্ম-সচিব) আব্দুস সালাম, বরিশাল ইউনিসেফ পরিচালক এ. এইচ. তৌফিক আহমেদ, উপজেলা নির্বাহী আফিসার মোঃ আমীনুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কর্মকতা ড. সুভাস সরকার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার বলেন ,করোনা মহামারী চলাকালীন স্বাস্থ্যবিধি মেনে বাবুগঞ্জ উপজেলার ০৬ মাস বয়স থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সী সকল শিশুদের এ ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর সর্বাত্মক সচেতনতার প্রচার নিশ্চিত করা উচিৎ ও এ প্রচেষ্টার সার্থক বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে।

যাতে করে আগামীর প্রতিটি মানুষই সুস্থ, সবল ও নিরাপদ জীবন যাপনে সক্ষম হয়ে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ নিশ্চিত করতে হবে।


এএ/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৫১:৫৪ ● ২৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ