জামিন পেলেন নিহত সিনহার সহযোগী সিফাত

প্রথম পাতা » বরগুনা » জামিন পেলেন নিহত সিনহার সহযোগী সিফাত
সোমবার ● ১০ আগস্ট ২০২০


জামিন পেলেন নিহত সিনহার সহযোগী সিফাত

বামনা(বরগুনা)সাগরকন্যা প্রতিনিধি॥

জামিনে মুক্তি পেলেন কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের সহযোগি ও ষ্টামফোর্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাহেদুল ইসলাম সিফাত।
সোমাবার (১০ আগস্ট) সকালে কক্সবাজার আদালতে জামিন পান তিনি। একই সংগে পুলিশের করা দুইটি মামলার তদন্তভার র‌্যাবের হাতে হস্তান্তর করেছেন আদালত। ৩১শে জুলাই রাতে মেজর অবঃ সিনহা মোহাম্মদ রাশেদ ও সাহেদুল ইসলাম সিফাত টেকনাফের মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যাচ্ছিলেন তখন বাহাড়ছড়া ইউনিয়নের শামলাপুর তল্লাশির চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনা স্থল থেকে গ্রেফতার করা হয় সিফাতকে। পরে সিফাতকে অ¯্র ও মাদক আইনে মামলা দিয়ে কারাগরে প্রেরণ করে পুলিশ। এদিকে সিফাতের জন্মভুমি বরগুনার বামনায় জামিনের খবর পৌছলে তার সহপাঠী ও পরিবারের লোকজনের মধ্যে আনন্দের বন্যা বইছে। পরিবারের দাবি জামিন নয় মামলা থেকে ও তাকে অব্যহতি দিতে হবে।

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৬:১৭:৩৯ ● ৪২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ