করোনায় মৃত্যু হাসপাতাল গেটে পিতার লাশ রেখে পালিয়েছে ছেলে

প্রথম পাতা » ঢাকা » করোনায় মৃত্যু হাসপাতাল গেটে পিতার লাশ রেখে পালিয়েছে ছেলে
রবিবার ● ২৮ জুন ২০২০


হাসপাতাল গেটে পিতার লাশ রেখে পালিয়েছে ছেলে

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জে জেনারেল হাসপাতালের প্রধান গেটে পড়ে আছে করোনায় আক্রান্ত নিত্যানন্দ বল্লভের (৬২) লাশ। মৃত্যুর খবর পাওয়ার পরও লাশ নিতে আসেননি স্বজনরা। হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের মধ্যে এনিয়ে আতংক বিরাজ করছে। বিপাকে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা যায়, ৬ জুন নিত্যানন্দ বল্লভ করোনায় আক্রান্ত হয়ে কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। শনিবার (২৭ জুন) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর খবরটি তার স্বজনদের জানালেও তারা কোন খোঁজ নেননি। ফলে হাসপাতালের প্রধান গেটে পড়ে থাকে নিত্যানন্দের লাশ।
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন,  চিকিৎসাধীন অবস্থায় নিত্যানন্দের মৃত্যু হয়। তার ছেলে অফিসিয়ালি লাশ বুঝে নিলেও পরে লাশটি ফেলে রেখে পালিয়ে যান। তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসনের উদ্যোগে লাশটি পৌর শ্মশানে দাহ করার ব্যবস্থা নেয়া হচ্ছে। নিত্যানন্দ বল্লভের বাড়ি কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের নারায়ন খান গ্রামে।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১১:৩০:১৩ ● ৩৭২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ