সাগরকন্যায় খবর প্রকাশের পর খাদ্য সহায়তা পেল ২৮ পরিবার

প্রথম পাতা » পটুয়াখালী » সাগরকন্যায় খবর প্রকাশের পর খাদ্য সহায়তা পেল ২৮ পরিবার
মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২০


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সাগরকন্যা’য় খবর প্রকাশের পর কলাপাড়ার পাখিমারার আদর্শ আশ্রয়নের ২৮ পরিবার খাদ্যসহায়তা পেলো। ঢাকায় অবস্থানরত কলাপাড়ার বড় বালিয়াতলীর সন্তান অ্যাড. এসএ হক রিয়াদ ব্যক্তি উদ্যোগে মঙ্গলবার সকালে এসব ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন।
করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ক্ষুধা দরিদ্র পীড়িত মানুষগুলো এসব খাদ্যসহায়তা পেয়ে দারুণ খুশি। সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণকৃত এসবের মধ্যে ছিল চাল, ডাল, আলু, সয়াবিন তেল, ছোলা বুট, লবন, চিনি, মুড়ি ও সাবান। মানবতাবাদী অ্যাড. এসএ হক রিয়াদ সাগরকন্যাকে জানান, তিনি ঢাকায় থেকে সাগরকন্যায় প্রকাশিত খবরে জেনেছেন, পাখিমারা একটি আশ্রয়ণে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ২৮ পরিবার খেয়ে না খেয়ে দিন পার করছেন। এরপর তিনি ওই সকল পরিবারের জন্য খাদ্য সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নেন। একই সাথে বালিয়াতলী, ধুলাসার, লালুয়া ইউনিয়নের সুবিধা বঞ্চিত আড়াই শতাধিক পরিবারের মাঝে অনুরূপ খাদ্যসহায়তা প্রদান করেছেন তিনি।

এনবি/এনইউবি

বাংলাদেশ সময়: ১২:১০:১৮ ● ৩৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ