কুয়াকাটায় মাদক ও নারী নির্যাতন রোধে সেমিনার

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় মাদক ও নারী নির্যাতন রোধে সেমিনার
সোমবার ● ৪ ফেব্রুয়ারী ২০১৯


কুয়াকাটায় মাদক ও নারী নির্যাতন রোধে সেমিনার অনুষ্ঠিত

কুয়াকাটা (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পর্যটন নগরী কুয়াকাটায় মাদক, নারী নির্যাাতন ও বাল্যবিয়ের বিরূদ্ধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় হোটেল গ্রেভার ইন এ সেমিনার অনুষ্ঠিত হয়।

কুয়াকাটা পৌর কাউন্সিলর তোফায়েল আহমেদ তপুর সভাপতিত্বে এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোল্ডেন বাংলা ফাউন্ডেশনের সি.এফ.ও মুশফিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন গোল্ডেন বাংলা ফাউন্ডেশন ভাইস প্রেসিডেন্ট সালমান সাকিব, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মনিরূজ্জামান, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, পৌর কাউন্সিলর সাগর মোল্লা, দৈনিক উজ্জিবিত বাংলাদেশ’র সহ সম্পাদক কামাল হোসেন খান, দৈনিক দেশ রূপান্তর’র পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপন, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, কুয়াকাটা যুব সমাজ কল্যান সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন আনু, সাংবাদিক ইমরান হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজয় টিভির কুয়াকাটা প্রতিনিধি হোসাইন আমির।
সেমিনারে মসজিদের ইমাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা এসময় মাদক,নারী নির্যাতন ও বাল্য বিবাহ রোধে করনীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা মুলক পরামর্শ দেন।

কেএস/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৪১:৫২ ● ৭০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ