তদন্ত ক‌মি‌টি গঠন কুয়াকাটা পৌরসভায় বিতরণকালে ৪২ জেলের ভিজিএফ’র চাল উধাও!

প্রথম পাতা » কুয়াকাটা » তদন্ত ক‌মি‌টি গঠন কুয়াকাটা পৌরসভায় বিতরণকালে ৪২ জেলের ভিজিএফ’র চাল উধাও!
সোমবার ● ৬ এপ্রিল ২০২০


প্রতীকী ছবি

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥
বিতরণকালে কুয়াকাটায় ৪২ জেলের দুই মাসের বিশেষ ভিজিএফ এর চাল উধাও হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার কুয়াকাটা পৌরসভার ৫৩০ জন জেলের জন্য নেওয়া ৮০ কেজি করে ভিজিএফএর চাল বিতরণ শুরু করা হয়। শুরু থেকেই অভিযোগ ওঠে, প্রত্যেক জেলেকে ৭৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সরকারি এ চাল বিতরণে তদারকি কর্মকর্তা ছিলেন কলাপাড়ার পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের। বিতরণের তালিকাভূক্ত জেলেদের কাছে আগেই পৌরসভার নির্দিষ্ট স্লিপ পৌঁছে দেয় ওয়ার্ড কাউন্সিলরগণ। বিতরনের শেষ দিকে চাল শেষ হয়ে যায়। চাল পাওয়া থেকে বঞ্চিত থাকে ৪২ জেলে। নাম প্রকাশে অনেচ্ছুক তিন নম্বর ওয়ার্ডের এক বঞ্চিত জেলে জানান, তার চাল পরে পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা কিনে দেবেন বলেছেন। তদারকি কর্মকর্তা কলাপাড়া পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের জানান, ২২ জনের চাল দেয়া বাকি রয়েছে। যা (আগামিকাল) মঙ্গলবার সকালে নিজে উপস্থিত থেকে বিতরণ করবেন। কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা সাংবাদিকদের বলেন, এ পর্যন্ত ২২ জনের চাল না পাওয়ার কথা জেনেছি। ঘাটতি হওয়া চাল ম্যানেজ করা হয়েছে। আগামিকাল (মঙ্গলবার) সকালে দেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, জে‌লে‌দের কাছ থে‌কে মৌখিক অভিযোগ শুনে‌ছি। এ ব্যপা‌রে এক সদস্য বি‌শিষ্ট তদন্ত ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে, আগামী ২৪ঘন্টার ম‌ধ্যে তদন্ত রি‌পোর্ট পেয়ে পরব‌র্তি পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:২৪:৩৪ ● ৬৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ