বানারীপাড়ায় মাহামুদা রফিক স্মরণে মিলাদ-দোয়া

প্রথম পাতা » বরিশাল » বানারীপাড়ায় মাহামুদা রফিক স্মরণে মিলাদ-দোয়া
শুক্রবার ● ১৩ মার্চ ২০২০


বানারীপাড়ায় মাহামুদা রফিক স্মরণে মিলাদ-দোয়া

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥


বিটিশ বেরোধী আন্দলনের নেতা ও বরিশাল বিএম কলেজ ও চাখার সরকারী ফজলুল হক কলেজের সাবেক অধ্যাপক রফিকুল ইসলাম এবং তার স্ত্রী সাবেক প্রধান শিক্ষিকা কবি মাহামুদা রফিক স্মরণে বানারীপাড়ায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বাদজুমা উপজেলার বলিয়ারকাঠী গ্রামের নিজ বাড়ি সংলগ্ন জামে মসজিদে বানারীপাড়া রফিকুল ইসলাম স্মৃতি সংসদ আয়োজিত স্মরণ সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক রফিকুল ইসলামের ছেলে ও বরিশাল-২ আসনের সাবেক এমপি আলহাজ¦ মো.মনিরুল ইসলাম মনি। এ সময় সাবেক এমপি মনিরুল ইসলাম উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, আমারা পিতা অধ্যাপক রফিকুল ইসলাম বরিশাল বিএম কলেজের অধ্যাপক থাকা অবস্থায় বিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে ছিলেন। এ সময় তার মা কবি মাহামুদা রফিক স্বমীর পাশে থেকে বিটিশ বিরোধী আন্দলন জোরদার করার জন্য অনুপ্রেরণা যুগিয়ে ছিলেন। দেশ স্বাধীন করার জন্য ওই সময় তৎকালিন শিক্ষার্থীরা তার সহযোদ্ধা হিসেবে বিটিশ বিরোধী আন্দোলনে ঝাপিয়ে পরেছিলেন। তার যোগ্যউত্তসূরী হিসেবে তিনি এ পর্যন্ত তিন বার (বরিশালের সহিদ পিরোজপুর-২ ও বরিশাল-২ আসন থেকে) এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি পিতার শিক্ষকতা জীবনের সুনাম অক্ষুন্ন রাখতে এমপি থাকাকালিন সময় নিজ নির্বাচনী এলাকার পাশাপাশি বৃহত্তর দক্ষিণাঞ্চল উন্নয়নে কাজ করেছিলেন। বর্তমানে তিনি এমপি না হয়েও সরকারের পাশে থেকে এলাকার পাশাপাশি বৃহত্তর দক্ষিণাঞ্চল উন্নয়নের চেষ্টা করে যাচ্ছেন। এ সময় স্থানীয় মুসল্লি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জিএমআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:০২:৫৫ ● ২৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ