কাউখালীতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
সোমবার ● ৪ নভেম্বর ২০১৯


কাউখালীতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে  ডেঙ্গু  রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলা পরিষদ চত্বর ও আশ পাশ এলাকার  সোমবার (৪ নভেম্বর) সকালে বছরব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
পরিস্কার পরিছন্নতা অভিযানে সময় উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখা,কাউখালী থানার ওসি মো.নজরুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন,কাউখালী সদর ইউপির চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন,সয়না রঘুনাথপুর ইউপি’র চেয়ারম্যান এলিজা সাঈদ,ইউপি চেয়ারম্যান সামসুদ্দোহা চাসঁসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা হাতে ঝাড়ু নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গন স্বতঃস্ফূর্তভাবে পরিস্কার করেন। এ সময় উপজেলা পরিষদের সব সড়ক,কার্যালয়, বাসস্থানসমূহ ও এর আশপাশের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য সবার মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে অধিকতর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ পরিছন্নতা কার্যক্রম গ্রহণ করা হয়।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৩:৩৫ ● ৩৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ