নেছারাবাদে জমি-জমা বিরোধে ভাংচুর ও লুটপাট

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে জমি-জমা বিরোধে ভাংচুর ও লুটপাট
বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০১৯


নেছারাবাদে জমি-জমা বিরোধে ভাংচুর ও লুটপাট

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে জমি-জমা বিরোধের জের প্রতিপক্ষের হামলার ঘরের আসবাবপত্র ভাংচুর লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের নাপিতখালী এলাকায় ওই ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, বিরোধীয় সম্পত্তি নিয়ে অভিযোগকারী মাকসুদা বেগমের সাথে প্রতিপক্ষ মনিরের কোর্টে মামলা রয়েছে। ঘটনার দিন মাকসুদা কোর্ট থেকে বাড়ীর ফেরার আগেই মনিরসহ ৪/৫জন লোক তার বাসায় গিয়ে হামলা ও ভাংচুর চালায় এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করে প্রায় তিন লক্ষ টাকা ও ব্যবহৃত স্বর্নালংকার নিয়ে তাহারা চলিয়া যায়। এ বিষয়ে অভিযোগকারী মাকসুদা বলেন, ওই দিন পিরোজপুর কোর্টে মামলার তারিখ ছিল। কোর্ট থেকে বাড়ী ফিরে আসার আগেই মনির ও তার সন্ত্রাসী দলবল নিয়ে আমার ঘরে হামলা ও ভাংচুর চালায় এবং কোর্টে টাকা দাখিল করার জন্য ঘরের আলমারিতে রক্ষিত তিন লক্ষ টাকা সন্ত্রাসীরা নিয়ে যায়। তিনি জানান এ বিষয়ে নেছারাবাদ থানায় আমি একটি লিখিত অভিযোগ দিয়েছি। আমি ঐ সন্ত্রাসীদের বিচার চাই।
এ বিষয়ে নেছারাবাদ থানার এ এস আই তৌহিদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এমআরএ/এমআর

বাংলাদেশ সময়: ১১:১২:৪৩ ● ৫৮২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ