তালতলীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু!

প্রথম পাতা » বরগুনা » তালতলীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু!
রবিবার ● ২৭ অক্টোবর ২০১৯


তালতলীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু!

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার তালতলী উপজেলার হেলেঞ্চাবাড়িয়া গ্রামের সিদ্দিকুর রহমানের আড়াই বছরের শিশু পুত্র নাজমুল হোসেন পানিতে ডুবে মারা গেছে। ঘটনা ঘটেছে রবিবার (২৭ অক্টোবর) বিকেলে।
জানাগেছে, উপজেলার হেলেঞ্চাবাড়িয়া গ্রামের সিদ্দিকুর রহমানের শিশুপুত্র নাজমুল হোসেন ঘরের সবার অজান্তে দুপুরে বাড়ীর পুকুরে পড়ে যায়। স্বজনরা শিশুকে ঘরে না দেখে খুঁজতে থাকে। প্রায় দুই ঘন্টা পরে শিশুকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু নাজমুলকে মৃত্যু ঘোষনা করেন।
শিশু নাজমুলের নানা বেল্লাল হোসেন বলেন, ঘরের সকলের অজান্তে নাজমুল বাড়ীর পুকুরে পড়ে মারা গেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মিঠুন সরকার বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৩২:২৭ ● ৫১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ