গোপালগঞ্জে ছাত্রলীগের ১৬ নেতাকে সংগঠন থেকে অব্যহতি

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে ছাত্রলীগের ১৬ নেতাকে সংগঠন থেকে অব্যহতি
মঙ্গলবার ● ২২ অক্টোবর ২০১৯


গোপালগঞ্জে ছাত্রলীগের ১৬ নেতাকে সংগঠন থেকে অব্যহতি

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জে বিবাহিত ও চাকরিজীবী হওয়ার কারণে সদর উপজেলা ছাত্রলীগের ১৬ নেতাকে সংগঠন থেকে অব্যহতি দেয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় এক জরুরি সিন্ধান্ত অনুযায়ী তাদেরকে অব্যহতি দেয়া হয়েছে। সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম সিকদার ও সাধারণ সম্পাদক মোল্লা রনি হোসেন স্বাক্ষরিত এক সংবাদ-বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ-বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের হাতকে শক্তিশালী করার লক্ষে বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের ওই ১৬ নেতাকে সম্মানের সঙ্গে অব্যহতি দেয়া হয়েছে। একইসঙ্গে ওই ১৬ টি পদ শূণ্য ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোল্লা রনি হোসেন জানিয়েছেন, অব্যহতি দেয়া নেতৃবৃন্দ ছাত্রলীগের আন্দোলন-সংগ্রামে সবসময় রাজপথে ছিলেন। তাদের সম্মানের বিষয়টি বিবেচনায় রেখে সংবাদ-বিজ্ঞপ্তিতে নাম প্রকাশ করা হয়নি। শূণ্য পদগুলি গঠনতন্ত্র অনুযায়ী পূরণ করা হবে।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৩:১৭ ● ৩৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ