বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

প্রথম পাতা » জাতীয় » বিশ্ব পর্যটন দিবস উদযাপিত
শুক্রবার ● ২৭ সেপ্টেম্বর ২০১৯


বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

ঢাকা সাগরকন্যা অফিস॥

র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণীসহ সরকারি ও বেসরকারি নানা কর্মসূচিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক বলেছেন, পর্যটন সেবার মান বাড়াতে দেশের ৮টি বিভাগে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নতুন অফিস খোলা হবে। পর্যটনশিল্পে দক্ষ জনশক্তি গড়ে তুলতে ঢাকায় আলাদা পর্যটন প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। চলতি বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘ভবিষ্যতের উন্নয়নে : কাজের সুযোগ পর্যটনে।’
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এদিকে ট্যুরিজম বোর্ড এক বার্তায় জানিয়েছে, জনসচেতনতা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে টেকসই পর্যটন উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি আমাদের লক্ষ্য।
পর্যটন দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী অনুষ্ঠানে বলেন, পর্যটনের প্রসারে প্রয়োজন পর্যটন পণ্যের সঠিক ব্র্যান্ডিং। পর্যটন পণ্যের সঠিক ব্র্যান্ডিং করতে পারলে পর্যটক আসবেই। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক।
বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাস, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ভুবন চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু তাহের মোহাম্মদ জাবের, টোয়াব-এর ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ রাফিউজ্জামান ও আটাব এর সাধারণ সম্পাদক আবদুস সালাম আরেফ প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘বিশ্ব পর্যটনে সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে ট্যুরিস্ট হ্যাভেন বাংলাদেশ নামের একটি সংগঠন। এর আগে সংগঠনটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে বিশ্ব পর্যটন দিবসের শোভাযাত্রার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতিবুল হক।
সেমিনারে প্রধান আলোচক ছিলেন ডেইলি অবজারভার এডিটর ইকবাল সোবহান চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো.বদরুজ্জামান ভূঁইয়া সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সংগঠনটির চেয়ারম্যান জাহাঙ্গীর খান বাবুর সভাপতিত্বে সেমিনারে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম বিভাগের সহযোগি অধ্যাপক ড. শন্তোষ কুমার দে, পর্যটক তানজিন আখতার মুন, সংগঠনের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান পাঠান প্রমুখ বক্তব্য দেন। মূল প্রবন্ধে অধ্যাপক মো. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, দেশে পর্যটনের প্রসারে ট্যুরিজম বোর্ডে আরও ‘দক্ষ লোক’ নিয়োগ দেওয়া প্রয়োজন।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪০:১৪ ● ৪২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ