পটুয়াখালীতে ক্লাইমেট ইমারজেন্সি’ দাবীতে পটুয়াখালীতে জলবায়ু ধর্মঘট

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে ক্লাইমেট ইমারজেন্সি’ দাবীতে পটুয়াখালীতে জলবায়ু ধর্মঘট
সোমবার ● ২৩ সেপ্টেম্বর ২০১৯


পটুয়াখালীতে জলবায়ু ধর্মঘট
পটুয়াখালী প্রতিনিধি ॥
সুরক্ষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে এবং শূন্য কার্বন নি:সরণের জন্য “ক্লাইমেট ইমারজেন্সি” ঘোষণার দাবিতে পটুয়াখালীতে জলবায়ু মানবন্ধন কর্মসূচী পালন করেছে শিশু ও তরুণরা। সোমবার সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনের ইউনিসেফ’র সহযোগিতা জেলার ১২টি তরুণ সংগঠনের সমন্বয়ে জলবায়ু অবরোধ সপ্তাহ উদযাপন গ্রুপের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন কর্মসূচি শেষে একটি পদযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লঞ্চ টার্মিনালের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচির সমন্বয়ক ও পটুয়াখালী ইয়ুথ ফোরাম’র সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি খন্দকার ফরহাদ জামান, প্রেসক্লাবের আহবায়ক স্বপন ব্যানার্জী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন, শুকতারার পরিচালক মাহফুজা ইসলাম, ইউনিসেফের কনসালটেন্ট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী, শেরে এ বাংলা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা মিনি, আব্দুস সালাম আরিফ, পটুয়াখালী ইয়ুথ ফোরামের উপদেষ্টা সঞ্জয় চন্দ্র সরকার, কোস্ট সিএফটিএম প্রকল্পের টিম লিডার নাজমুস সাকিব, সৈয়দ সালাউদ্দিন বাবু, পটুয়াখালী ইয়ুথ ফোরাম’র সভাপতি জহিরুল ইসলাম, এনসিটিএফ’র তাসনিম বিনতে মনির, ইয়েস বাংলাদেশের হাসিবুর রহমান, পটুয়াখালী রাইডারসের সাফায়েত সাফি প্রমুখ।

কর্মসূচীতে অংশগ্রহণ করে হেল্পিং হ্যান্ডস, ইয়েস বাংলাদেশ ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স, শুকতারা, পটুয়াখালীবাসী, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, শুভসংঘ, কোস্ট ট্রাস্ট, সোনারচর উন্নয়ন ফোরাম, কুয়াকাটা তরুণ ক্লাব, পটুয়াখালী রাইডার্স ও ডিজিটাল ভিডিও সেন্টার। বৈশ্বিকভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও ঝুঁকি নিরসনের উদ্যোগ গ্রহণ ও জলবায়ু অনুদান লেখা সংবলিত বিভিন্ন প্লাকার্ড নিয়ে কর্মসূচীতে অংশগ্রহন করে শিক্ষার্থীরা।

বক্তরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশসহ পৃথিবীর জন্য এক মহাপির্যয় হয়ে দাড়িয়েছে। জলবায়ু সংকট উত্তরণে প্রয়োজন দূষণকারী দেশগুলোর থেকে প্রাপ্ত ন্যায্য হিস্যা নিশ্চিত করা। এই পৃথিবী আমাদের। এই পৃথিবী রক্ষার দায়িত্বও আমাদের। সেই দায়িত্ব থেকেই আজকে বিশ্ব সম্প্রদায়ের কাছে আমাদের দাবী তুলে ধরতে এই কর্মসূচীর আয়োজন করছি। জলবায়ু পরিবর্তনের ফলে যে সব সংকট তৈরি হচ্ছে, এর জন্য সমাজে আরও বেশি অসমতা সৃষ্টি হবে। এই অসমতা দূর করতে এবং জলবায়ু সংকট মোকাবিলা করতে জোরালো দাবি তোলা প্রয়োজন যা বিশ্বব্যাপী তরুন প্রজন্মের মধ্য থেকে উঠে আসছে।

জেআর/কেএস

বাংলাদেশ সময়: ১৭:৪৬:৩২ ● ৫২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ