
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
ভারত থেকে বন্দি বিনিময়ের মাধ্যমে ফেরত আসা ১২৮ জন বাংলাদেশি জেলেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে মোংলা কোস্ট গার্ড। একই সময় ২৩ জন ভারতীয় জেলেকে ভারতীয় কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করা হয়েছে। এই বিনিময় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যস্থতায় সম্পন্ন হয়েছে।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অধিনায়ক কমান্ডার শাহ্ কামরুজ্জামান শুক্রবার (৩০ জানুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন এলাকায় অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে ২০২৫ সালের ১৮ ও ২৩ অক্টোবর বাংলাদেশ নৌবাহিনী ২টি ভারতীয় ফিশিং বোটসহ ২৩ জন ভারতীয় জেলেকে আটক করে। অপরদিকে, ভারতীয় কোস্ট গার্ড ১৬, ১৭, ১৯ ও ৩০ নভেম্বর একই বছর ৫টি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২৮ জন বাংলাদেশি জেলেকে আটক করে।
বন্দি বিনিময়ের অংশ হিসেবে ভারতীয় জেলেদের বাগেরহাট জেলা কারাগার থেকে মুক্তি দিয়ে মোংলায় আনা হয় এবং ২৮ জানুয়ারি সমুদ্রে তাদের হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়। ২৯ জানুয়ারি বঙ্গোপসাগরের পশ্চিম আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (IMBL) এলাকায় দুই দেশের কোস্ট গার্ডের পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
বাংলাদেশ থেকে ফেরত আসা জেলেরা ছিলেন পাঁচটি ফিশিং বোটে- এফবি আদিব-২ (২৮ জন), এফবি মায়ের দোয়া (৩২ জন), এফবি নুরে মদিনা (২৪ জন), এফবি আমিনা গণি (২৯ জন) এবং এফবি আল্লাহ মালিক (১৫ জন)। ভারত থেকে ফেরত আসা ২৩ জন ভারতীয় জেলে ছিলেন দুটি বোটে- এফবি শুভ যাত্রা (১৪ জন) ও এফবি অনি-২ (৯ জন)।
শুক্রবার বেলা ৩টায় মোংলা বেইসে বাংলাদেশি জেলেরা নিজ নিজ ফিশিং বোটসহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর স্বজনদের ফিরে পাওয়ায় পরিবারগুলোতে আনন্দ ও স্বস্তির পরিবেশ বিরাজ করে।
কমান্ডার শাহ্ কামরুজ্জামান বলেন, দুই দেশের কোস্ট গার্ডের সমন্বিত উদ্যোগে শান্তিপূর্ণভাবে বন্দি বিনিময় কার্যক্রম সম্পন্ন হয়েছে, যা ভবিষ্যতে সামুদ্রিক নিরাপত্তা ও মানবিক সহযোগিতা জোরদারে সহায়ক হবে।