সর্বশেষ
কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা): প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন দেশি-বিদেশি শক্তি নির্বাচন বানচাল করতে চায়: সংবাদ সম্মেলনে ভিপি নুর নিরাপত্তা নিয়ে শঙ্কায় নুর, স্বতন্ত্র প্রার্থীকে ঘিরে কড়া নজরদারির দাবি ডাকসু মাদকের আড্ডাখানা-বেশ্যাখানা বলা বরগুনার সেই জামায়াত নেতাকে অব্যাহতি মাদারীপুরে মসজিদের গাছ কেটে দোকান নির্মাণের পাঁয়তারা ভিপি নুর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা-ভাঙচুর, আহত ৩ বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর সংগ্রহ করে ভোট কেনার চেষ্টা করছে একটি দল: নয়ন

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা): প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা): প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন
মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬


 

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা): প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালী-৩ আসনে প্রতীক বরাদ্দের পর থেকেই স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন জোরালো প্রচারণা চালাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে পরিচিত এই নেতা নিজে ও তাঁর অনুসারীরা গ্রাম-বাগান, হাট-বাজার ও পাড়া-মহল্লায় ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছেন। শুক্রবার ও শনিবার সরস্বতী পূজা উপলক্ষে তিনি উপজেলার বিভিন্ন মন্দিরে গিয়ে সনাতনী সম্প্রদায়ের আশীর্বাদ গ্রহণের পাশাপাশি ঘোড়া মার্কা প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন।

প্রচারণার শুরু থেকেই একটি সুসংগঠিত রোডম্যাপ অনুসরণ করে গোছালো ও সুশৃঙ্খল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন হাসান মামুন। স্থানীয়দের ভাষ্য, দৃঢ়প্রতিজ্ঞ এই প্রচারণা তাঁর জন্য শুভ সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। দশমিনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল আলীম তালুকদার, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, অ্যাডভোকেট আবদুল ওহাব চৌধুরী, অ্যাডভোকেট এনামুল হক রতন, ফরাজী মাহাবুব আলম, অ্যাডভোকেট মো. ফুয়াদ হোসেইন, সাবেক যুবদল নেতা আল আমিন মোল্লা, জুয়েল আমিন প্যাদা, ইয়াসিন আলী খান, আবু আবদুল্লাহ, মো. আমিনুল ইসলাম, মো. সাইদুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা মো. ইকবাল বশির, গাজী সালাহউদ্দীন, হাসান আহমেদ জিদনি, মো. আবদুর রহিমসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ নিবিড়ভাবে প্রচারণায় অংশ নিচ্ছেন। তাঁদের দাবি, দলমত নির্বিশেষে ভোটাররা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঘোড়া মার্কা প্রতীকে ভোট দিয়ে হাসান মামুনকে জাতীয় সংসদে পাঠাবেন।

অন্যদিকে বিএনপি জোট মনোনীত প্রার্থী ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরও এলাকায় প্রচারণা চালাচ্ছেন। তবে নিজ দলের সংগঠন তুলনামূলক দুর্বল হওয়া এবং স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন মাঠে সক্রিয় থাকায় তাঁর প্রচারণায় চ্যালেঞ্জ দেখা দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৫২:৫৭ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ