সর্বশেষ
বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নির্বাচন বানচালের চেষ্টা চলছে: আলতাফ হোসেন চৌধুরী বিএনপি ক্ষমতায় এলে মহিপুর থানাকে উপজেলায় রূপান্তরের প্রতিশ্রুতি গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভুঁইয়ার প্রচার শুরু গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা আগৈলঝাড়ায় জেলে কার্ডধারীদের মাঝে বকনা বাছুর বিতরণ কারাবন্দী জাপা প্রার্থী টিপুর পক্ষে বরিশাল-৩ আসনে মেয়ের প্রচারণা সংসদ নির্বাচন-২০২৬ পটুয়াখালী-৪ আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু দুদক অভিযানের ২৪ দিনের মাথায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভুঁইয়ার প্রচার শুরু

হোম পেজ » ঢাকা » গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভুঁইয়ার প্রচার শুরু
বৃহস্পতিবার ● ২২ জানুয়ারী ২০২৬


 

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভুঁইয়ার প্রচার শুরু

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দ পাওয়ার পর নিজ গ্রামে বিশাল সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভুঁইয়া লুটুল।

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তব্যে কামরুজ্জামান ভুঁইয়া লুটুল বলেন, আপনাদের সমর্থন পেয়েই আমি নির্বাচনে দাঁড়িয়েছি। আপনাদের সমর্থন থাকলে আমি কোনো ভয়কে ভয় পাই না। আমি আপনাদের সন্তান। সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি। আপনারা নির্ভয়ে টেলিফোন প্রতীকে ভোট দেবেন। প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। সবাই ভোট দিতে যাবেন।

 

এ সময় তিনি আগামী ১২ তারিখের নির্বাচনে টেলিফোন প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।

 

সমাবেশে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন মোল্লা, নওশের মোল্লা, আনোয়ার হোসেন মোল্লা, জাকির হোসেন ভুঁইয়া, ইউপি সদস্য হান্নান শেখ, সাহাব উদ্দিন ভুঁইয়া, মো. ইব্রাহীম ভুঁইয়া, কাউসার ভুঁইয়া, আকু মোল্লাসহ এলাকার সহস্রাধিক সাধারণ মানুষ।

বাংলাদেশ সময়: ১৮:৪৮:১০ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ