গৌরনদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা
সোমবার ● ১৯ জানুয়ারী ২০২৬


 

গৌরনদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী উপজেলায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১টায় গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার মোঃ খায়রুল আলম সুমন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান,গৌরনদী  সেনা ক্যাম্পের ক্যাপ্টেন  ছাহ মোঃ সাইফ হাসান, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক হাসান রাসেল,কৃষি কর্মকর্তা সেকান্দার আলী শেখ,

গৌরনদী প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ জহুরুল ইসলাম জহির,আনন্দ টিভির ব্যুর প্রধান কাজী আলামিন,গৌরনদী সাংবাদিক ফোরাম এর সভাপতি মোঃ মনিরুজ্জামান সরদার, সাধারন সম্পাদক  মোঃ মেহেদী হাসান, সাংবাদিক রাজিব হাসান তারিম,সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সঞ্চালয়ান  করেন  সমবায় কর্মকর্তা আফসানা আক্তার সখি, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুধীজনেরা।

মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। নির্বাচন ও গণভোটে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দিক, ভোটার সচেতনতা বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়।সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুধীজনেরা।

মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। নির্বাচন ও গণভোটে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দিক, ভোটার সচেতনতা বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়

বাংলাদেশ সময়: ১৮:১৯:১০ ● ৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ