কলাপাড়ার চম্পাপুরে বিএনপিতে যোগদান ও দোয়া অনুষ্ঠান

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ার চম্পাপুরে বিএনপিতে যোগদান ও দোয়া অনুষ্ঠান
শনিবার ● ১০ জানুয়ারী ২০২৬


 

কলাপাড়ার চম্পাপুরে বিএনপিতে যোগদান ও দোয়া অনুষ্ঠান

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নে বিএনপিতে যোগদান শেষে দোয়া করা হয়েছে। শনিবার বিকেলে চম্পাপুর ইউনিয়নের সফিজ উদ্দিন বাড়িতে আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

 

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, চম্পাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ফজলুর রহমান ফকু তালুকদারসহ সকল মরহুমের রুহের মাগফিরাত এবং তাঁদের পরিবারবর্গের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক ও সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সীসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২১:০৮:৪২ ● ৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ