সর্বশেষ
কলাপাড়ায় মুয়াজ্জিনের জীবিকার একমাত্র সম্বল দখলের অভিযোগ বেগম খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশের উন্নয়ন ও ইতিহাস লেখা সম্ভব নয়: এবিএম মোশাররফ কলাপাড়ায় ৫৪তম শীতকালীন স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ নাজিরপুরবাসী খড় ও কাঠ জ্বালিয়ে সামলাচ্ছেন কঠিন ঠান্ডা গৌরনদী থেকে কুয়াকাটায় থাকা সেই গৃহবধূ হত্যার দায় স্বীকার করল স্বামী তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণের দাবি গৌরনদীতে গুচ্ছগ্রামে সন্ত্রাস-নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা পাঁচ প্রার্থীর হলফনামা বরগুনা-১ আসনে অর্থে শীর্ষে নজরুল, শিক্ষায় তলানিতে

দশমিনায় বেগম জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মিলাদ

হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় বেগম জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মিলাদ
সোমবার ● ৫ জানুয়ারী ২০২৬


 

দশমিনায় বেগম জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মিলাদ

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পটুয়াখালীর দশমিনায় শোক সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে এ শোক সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলীম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম শানুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন-পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি বাবু স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি ছিলেন-পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল আমিন সুজন, দশমিনা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পঞ্চায়েত, সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন মৃধা, যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক রতন, সদস্য সচিব শামিম খান, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আল আমিন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক যোবায়ের হোসেন আক্কাস, উপজেলা ছাত্র দলের সভাপতি কাজী তানজিদ আহমেদ রিডেন ও কলেজ ছাত্রদলের সভাপতি হাসান জিদনি সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক অংশ নেয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা অবিভাবক হারিয়েছি। এরকম গণতন্ত্রের মা আর দ্বিতীয় পাবো না। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করি। আপনারা সবাই নামাজ শেষে জিয়া পরিবারের  জন্য দোয়া করবেন।

বাংলাদেশ সময়: ১৮:০৮:০৯ ● ৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ