
সাগরকন্যা নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শোকবার্তায় নরেন্দ্র মোদি বেগম খালেদা জিয়াকে দৃঢ় সংকল্প ও প্রত্যয়ের একজন নেতা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক রাজনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পাশাপাশি ভারত–বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করতেও তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলেও তাঁর আদর্শ ও রাজনৈতিক উত্তরাধিকার ভবিষ্যতেও প্রাসঙ্গিক থাকবে। তিনি আশা প্রকাশ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তাঁর রাজনৈতিক দর্শন ও মূল্যবোধ এগিয়ে যাবে।
শোকবার্তায় বাংলাদেশের জনগণের প্রতিও সমবেদনা জানিয়ে নরেন্দ্র মোদি বলেন, জাতীয় শোকের এই সময়ে ভারত বাংলাদেশের জনগণের পাশে রয়েছে এবং শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একটি শক্তিশালী বাংলাদেশ গঠনের প্রত্যাশা করে।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। গতকাল ৩১ ডিসেম্বর রাজধানীর সংসদ ভবন এলাকায় মানিক মিয়া এভিনিউতে লাখ লাখ মানুষের অংশগ্রহণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে জিয়া উদ্যানে দাফন করা হয়।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক কূটনীতিকরা গভীর শোক প্রকাশ করেছেন।