বরিশাল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের মনোনয়ন দাখিল

হোম পেজ » বরিশাল » বরিশাল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের মনোনয়ন দাখিল
সোমবার ● ২৯ ডিসেম্বর ২০২৫


 

বরিশাল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের মনোনয়ন দাখিল

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার দুপুরে তিনি আগৈলঝাড়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিকের কাছে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম আফজাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম মাহবুব, গৌরনদী উপজেলা বিএনপি নেতা অধ্যাপক মো. লিটন মিয়া, বাকাল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নবীন সরকার, বাগধা ইউনিয়ন বিএনপি নেতা ফিরোজুর রহমান লালুসহ দলীয় নেতাকর্মীরা।

অন্যদিকে, বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন গৌরনদী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। একই সঙ্গে তিনি আগৈলঝাড়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিককে তার মনোনয়নপত্র দাখিলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেন।

পরে বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন ও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান পৃথকভাবে আগৈলঝাড়া প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:৪১ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ