
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা হাফেজ কামরুল ইসলাম খানের পক্ষে গৌরনদী উপজেলা থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো: ইব্রাহীমের কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন জামায়াতে ইসলামী গৌরনদী পৌর শাখার আমির মাওলানা হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- গৌরনদী পৌর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আজীজুর রহমান, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুফতি মো: সাইফুল ইসলাম, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মো: নুরুজ্জামান, সেক্রেটারি মো: আনিছুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
ফরম সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাওলানা হাফিজুর রহমান বলেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশায় জামায়াতে ইসলামী নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে। জনগণের ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম।
তিনি আরও বলেন, বরিশাল-১ আসনের জনগণ দীর্ঘদিন ন্যায়ভিত্তিক নেতৃত্ব থেকে বঞ্চিত। ইনশাআল্লাহ, জনগণের সমর্থন পেলে মাওলানা হাফেজ কামরুল ইসলাম খান এই এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: ইব্রাহীম জানান, নির্বাচনী আচরণবিধি মেনে চলায় প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের লঙ্ঘনের অভিযোগ না আসায় আমরা সন্তুষ্ট। আশা করছি, নির্বাচন পর্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে।